দেশজুড়ে

শিবচরে মাহিন্দ্রা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আরোহী নিহত

মাদারীপুরের শিবচরে মাহিন্দ্রার ( ইজিবাইক) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কুতুবপুর সাহেব বাজার এলাকায় কাঁঠালবাড়ি-শরিয়তপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে তিন আরোহী মোটরসাইকেলে করে শরিয়তপুরের দিকে যাচ্ছিলেন। পথে কুতুবপুর সাহেব বাজার নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের এক আরোহী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় অপর দুইজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায় এলাকাবাসী।

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

এ কে এম নাসিরুল হক/এমবিআর/জেআইএম