বিনোদন

গভীর রাতে মধ্য বয়সী নারীর আবদার রাখলেন সালমান

গভীর রাতে একটি স্টুডিও থেকে সিনেমার ডাবিং শেষ করে ঘরে ফিরছিলেন সালমান খান। বান্দ্রার রাস্তায় ঠিক এই সময় রাস্তা আটকে দিলেন এক মধ্য বয়স্ক নারী। সাল্লু ভাইকে ঘিরে ধরেন তিনি। আবদার করেন তার সঙ্গে ছবি তুলতে হবে। তার সঙ্গে ছবি না তুললে রাস্তা ছাড়বেন না তিনি।

এমন পরিস্থিতিতে কোনো কোনো সময় রাগ করতে দেখা যায় সালমানকে। কিন্তু এই ভক্তের আবদার ফেলতে পারেননি সালমান। অবশেষে তার সঙ্গে ছবি তোলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয় ছবিগুলো। অল্প সময়ের মধ্যেই ভাইরালও হয়ে যায়। ভক্তের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য অনেকেই প্রশংসা করেছেন এই সুপারস্টারের।

বর্তমানে দাবাং থ্রি সিনেমার প্রচারণায় ব্যস্ত সালমান খান। এই সিনেমায় সোনাক্ষী সিনহা ও সাই মঞ্জরেকরের সঙ্গে অভিনয় করছেন তিনি। ২০১০ সালে সালমানের হাত ধরে দাবাং দিয়ে বলিউডে পা রাখেন সোনাক্ষী সিনহা। এবার দাবাং থ্রি দিয়ে বলিউডে পা রাখছেন সাই।

      View this post on Instagram

Bandra wali aunty bhai

A post shared by Viral Bhayani (@viralbhayani) on Dec 4, 2019 at 10:18am PST

এমএবি/এমকেএইচ