দেশজুড়ে

২৫ বছর পর হচ্ছে সম্মেলন

দীর্ঘ ২৫ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেনের উদ্বোধন করেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক এমপি আলহাজ সাফিয়া বেগম।

জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক দিলারা বেগম আছমার সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন, কিশোরগঞ্জ সদর আসনের এমপি সৈয়দা জাকিয়া নূর লিপি।

আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান, জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক মানছুরা জামান নূতন, জেলা উইমেন চেম্বারের সভাপতি ফাতেমা জোহরা, মহিলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিলবিছ বেগম প্রমুখ। মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সম্মেলন ঘিরে জেলা শিল্পকলা একাডেমি নারীদের মিলনমেলায় পরিণত হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী সম্মেলনে অংশ নেন। একপর্যায়ে শিল্পকলা একাডেমির হলরুম ছাপিয়ে বারান্দা ও সামনের মাঠ কানায় কানায় ভরে যায়।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন জেলা কমিটি গঠনের কথা রয়েছে।

নূর মোহাম্মদ/এমএএস/পিআর