সমন্বিত দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে মৎস্য অফিসের উপ-সহকারী প্রকৌশলী ও একজন ঠিকাদারকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুর জেলা মৎস্য অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম। তিনি বিরল উপজেলার বালন্দর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। অপরজন হলেন আফসার আলী। তিনি একই উপজেলার ফরক্কাবাদ গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। তিনি মের্সাস দ্বীপ এন্টারপ্রাইজ পরিচালনা করেন।
তাদেরকে একাধিক প্রকল্পের ১৫ লাখ ৮৭ হাজার ৭২১ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান তাদেরকে গ্রেফতার করেন।
সমন্বিত দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা সূত্রে জানা যায়, তারা পরস্পর যোগসাজসে পুলহাট মৎস্য বীজ উৎপাদন খামারের ৪টি পুকুর পুনঃ খনন বাবদ ৭ লাখ ৫৯ হাজার ৮৪৫/২০ টাকা, সীমানা প্রাচীর নির্মাণ বাবদ ৭৯ হাজার ৯২৫/৭৪ টাকা এবং ৪টি পুকুর পুনঃখননের সময় উত্তোলিত বালু বিক্রির ৭ লাখ ৪৭ হাজার ৯৫০ টাকা আত্মসাৎ করেন।
দুদক প্রাথমিক তদন্ত শেষে ৪ জনের নামে মামলা করার জন্য প্রধান কার্যালয়ের অনুমতি চেয়ে আবেদন করেন। বুধবার অনুমতি পেয়ে মামলা রেকর্ড করেন। মামলার অপর আসামিরা হলেন, পুলহাট মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক মো. ফয়জার রহমান ও মের্সাস দ্বীপ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী দীলরুবা আলী।
সমন্বিত দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান তাদেরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/এমএএস/এমকেএইচ