সাতক্ষীরায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রাস্তা থেকে ছিটকে ডোবায় পড়ল দ্রুতগতির বাস। এতে নারী-পুরুষ ও শিশুসহ নয়জন বাসযাত্রী আহত হয়েছেন।
রোববার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন সাতক্ষীরার দেবহাটা থানার শাকরা গ্রামের ইছহাক গাজীর ছেলে আইয়ুব গাজী (৪৫), কলারোয়া উপজেলার মির্জাপুর গ্রামের মহিদুল ইসলামের মেয়ে তন্নী খাতুন (২৫), সাতক্ষীরা সদর থানার মাহমুদপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে মোশাররফ হোসেন (২৭), পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের মোক্তার আলীর ছেলে সুমন (২১), পাটকেলঘাটার ব্যবসায়ী নিজাম ভূইয়াসহ (৫০) আরও চারজন।
মির্জাপুর এলাকার বাসিন্দা আইনজীবী সহকারী আনন্দ কুমার বলেন, খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস সাতক্ষীরার দিকে যাওয়ার পথিমধ্যে মির্জাপুর শ্মশানঘাট এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তা থেকে ছিটকে ডোবায় পড়ে। ট্রাকটি সড়কের ওপরেই ছিল। পরবর্তীতে ট্রাকটি খুলনার দিকে চলে যায়।
সাতক্ষীরার পাটকেলঘাটা থানা পুলিশের ওসি কাজী ওয়াহীদ মোর্শেদ বলেন, সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাস এমকে পরিবহনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে বাসটি রাস্তার পাশে পড়ে যায়। বাসে থাকা নয় যাত্রী আহত হয়েছেন। অবস্থা গুরুতর হওয়ায় তিনজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের পাটকেলঘাটার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ট্রাকটির বিষয়ে বিস্তারিত কেউ তথ্য দিতে পারছেন না। ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা করছি আমরা।
আকরামুল ইসলাম/এএম/জেআইএম