দেশজুড়ে

পতাকা নিয়ে ৮ বছর ধরে ছুটছেন দয়াল

হাটে-বাজারে ও বিভিন্ন মেলায় খেলনা বিক্রি করে আয়-রোজগার করেন দয়াল। তবে বিজয় দিবস (১৬ ডিসেম্বর), ২১ ফেব্রুয়ারি (আন্তজার্তিক মাতৃভাষা দিবস) ও স্বাধীনতা দিবসকে (২৬ মার্চ) ঘিরে জাতীয় পতাকা নিয়ে স্বপ্ন বুনেন দয়াল। পথে-প্রান্তরে পতাকা হাতে ছুটে বেড়ান তিনি। সবার হাতে তুলে দেন ছোট জাতীয় পতাকা। বলা যায় লাল-সবুজ পতাকার ফেরিওয়ালা দয়াল।

সাতক্ষীরার তালা উপজেলা সদরের মালোপাড়া গ্রামের বাসিন্দা দয়াল বিশ্বাস। বাবা নিরাপদ বিশ্বাস মারা গেছেন অনেক আগেই। বিজয় দিবসকে ঘিরে এখন পতাকা বিক্রির কাজে ব্যস্ত তিনি। ছুটছেন তালা উপশহরসহ গ্রাম এলাকায়।

রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে তালা উপশহরে পতাকা বিক্রির সময় দয়াল বিশ্বাসের সঙ্গে কথা হয়। তিনি বলেন, হাট-বাজার ও মেলাতে বাচ্চাদের খেলনা বিক্রি করে সংসার চলে আমার। কিন্তু বিজয় দিবস (১৬ ডিসেম্বর), ২১ ফেব্রুয়ারি (আন্তজার্তিক মাতৃভাষা দিবস) ও স্বাধীনতা দিবসে (২৬ শে মার্চ) আমি পতাকা বিক্রি করি। পতাকা বিক্রি করে আনন্দ পাই, মনের প্রশান্তি লাগে। রক্তের দিয়ে অর্জিত আমাদের এই পতাকা।

তিনি বলেন, গত আট বছর ধরে আমি পতাকা বিক্রি করি। প্রত্যেকটি পতাকা বিক্রি হয় ১০ টাকায়। সোমবার বিজয় দিবস। তাই আজ মধ্যরাত পর্যন্ত পতাকা বিক্রি করব। শনিবার ৫০০ টাকার পতাকা বিক্রি করেছিলাম। রোববার ৮০০ টাকার পতাকা বিক্রি করেছি। শিশুরা ছোট পতাকা বেশি কিনে নেয়।

তালা সদরের রহিমাবাদ এলাকার বাসিন্দা তালা সরকারি কলেজের শিক্ষার্থী শেখ ইমরান হোসেন বলেন, আগামীকাল (সোমবার) ১৬ ডিসেম্বর বিজয় দিবস। রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি এই বিজয়। আমি বিজয় দিবস উপলক্ষে একটি পতাকা কিনেছি। পতাকাটি মাথায় বেঁধে দিবসটি উদযাপন করব।

আকরামুল ইসলাম/এএম/জেআইএম