দেশজুড়ে

৬১টি ওয়াকিটকিসহ আবুল আটক

ভৈরবে ৬১টি ওয়াকিটকিসহ আবুল হোসেন (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। সোমবার দুপুরে ভৈরবের দুর্জয় মোড় এলাকার এসএ পরিবহন থেকে এসব অবৈধ ওয়াকিটকিসহ তাকে আটক করা হয়েছে। তিনি চট্টগ্রামের পাচলাইশের হামজাবাগ কলোনির শহীদুুুল্লাহ মিয়ার ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাফি উদ্দিন যোবায়ের জানান, একটি অসাধু ব্যবসায়ী চক্র নিয়মিত বিদেশ থেকে অবৈধভাবে ওয়াকিটকি সেট সরবরাহ করে কিশোরগঞ্জ, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা জেলাসহ সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে।

উক্ত তথ্যের ভিত্তিতে দুপুরে দুর্জয় মোড় এলাকায় এস.এ পরিবহন অফিস থেকে এসব অবৈধ ওয়াকিটকি সেট সরবরাহকালে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ৬১টি ওয়াকিটকি সেট, সেটের চার্জার ও সেটের ইয়ার ফোন উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।

আসাদুজ্জামান ফারুক/এমএএস/পিআর