আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। এ উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোমবার সকাল থেকে নানা আয়োজনে উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজ মাঠ প্রাঙ্গণে বিজয় দিবস অনুষ্ঠিত হয়েছে।
কড়ইতলায় শহীদ মিনার ও উপজেলা মিলনায়তন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, তারাবো পৌরসভা মেয়র হাছিনা গাজী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম ও মুক্তিযোদ্ধা কমান্ডার আল-আমিন দুলাল প্রমুখ।
বিজয় দিবসের আনন্দ ছড়িয়ে দিল শিশুরা
পরে মুড়াপাড়া কলেজ মাঠে ডিসপ্লে, কুচকাওয়াজ, পায়রা উড়ানো, বেলুনসহ বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে মহান বিজয় দিবস পালন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ৩০ লাখ শহীদের রক্ত ও দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়। আজ বঙ্গবন্ধু নেই, কিন্তু তার স্বপ্ন বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ও দেশের মানুষের জন্য দিনরাত নিরলস কাজ করে যাচ্ছেন।
মীর আব্দুল আলীম/এএম/জেআইএম