সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালি এলাকায় তদন্তকালে তিন সরকারি কর্মকর্তাকে অবরুদ্ধ করে মারপিটের অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। গত ১৫ ডিসেম্বর দুপুরে ঘটনা এটি। এ ঘটনায় কৈখালি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শ্যামনগর উপজেলা সরকারি খাদ্য গুদাম কর্মকর্তা ওসি এলএসডি আমিনুর রহমান বুলবুল জানান, কৈখালি চেয়ারম্যানের প্রেরিত খাদ্য বান্ধব কর্মসূচির সংশোধিত তালিকায় অনিয়মের অভিযোগ রয়েছে, চেয়ারম্যান টাকার বিনিময়ে তালিকা প্রণয়ন করেছেন।
এমন অভিযোগ আসায় নির্বাহী কর্মকর্তা এম কামরুজ্জামান শ্যামনগর উপজেলা খাদ্য পরিদর্শক সোহরাব হোসেনকে আহ্বায়ক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলী হোসেন ও আমাকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন।
কমিটি গঠনের পর অভিযোগের বিষয়ে গত (১৫ ডিসেম্বর) আমরা তিনজন একত্রে ঘটনাস্থলে তদন্তে যাই। তদন্তে যাওয়ার পর অভিযুক্ত চেয়ারম্যান আব্দুর রহিমের বক্তব্য গ্রহণকালে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে আমাদের ওপর হামলা চালায়। আমার কাছে থাকা মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে নেয়। চেয়ারম্যানের সহযোগী শাহিনসহ ১০ জন একত্রে হামলা চালিয়ে আমাদের মারপিট করে।
তিনি আরও জানান, এরপর আমাদের একটি ঘরের মধ্যে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে আমাদের উদ্ধার করে।
তবে এ বিষয়ে কৈখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, এসব ঘটনা সঠিক নয়। হয়রানি করতে পরিকল্পিতভাবে মামলা করা হয়েছে।
ঘটনার বিষয়ে শ্যামনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, তদন্তকালে তিন সরকারি কর্মকর্তাকে মারপিটের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলাটি তদন্ত করা হচ্ছে।
আকরামুল ইসলাম/এমএএস/এমএস