শেরপুরের ঝিনাইগাতীতে ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় নিপা বেগম (৯) নামের এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার পাগলারমুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিপা উপজেলার হাতিবান্দা পূর্বপাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে। সে পাগলারমুখ হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শেরপুর-ঝিনাইগাতী সড়কের পাগলারমুখ বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক শিশু নিপাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যতর চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
শেরপুর জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. খায়রুল কবির শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হাকিম বাবুল/এমবিআর/এমএস