গত কয়েকদিন থেকে ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহের কারণে বিপর্যস্ত হয়ে জনজীবন পড়েছে। তাই তীব্র শীতের রাতে এলাকার গরিব মানুষগুলোর কষ্ট নিজের চোখে দেখতে বের হয়েছেন গাইবান্ধার জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম। সঙ্গে জেলা পুলিশের পক্ষ থেকে কিছু কম্বল ও শীত নিবারণের জন্য গরম কাপড় নিয়ে বের হন তিনি।
শনিবার (২১ ডিসেম্বর) রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত গাইবান্ধা শহরের স্টেশন ও আশপাশের এলাকার বাড়ি বাড়ি গিয়ে গরিব-দুস্থদের সঙ্গে কথা বলেন এবং তাদের হাতে কম্বল ও শীতের পোশাক তুলে দেন তৌহিদুল ইসলাম।
তিনি বলেন, ইতোমধ্য জেলা পুলিশের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বলসহ কিছু গরম পোশাক বিতরণ করা হয়েছে। শীত যতদিন থাকবে জেলা পুলিশ ততদিন শীতার্ত মানুষকে সহযোগিতা করবে।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আসাদুজ্জামান আসাদ (সি সার্কেল), সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহারিয়া।
জাহিদ খন্দকার/এমএসএইচ