দেশজুড়ে

সাতক্ষীরায় ৩৪টি কচ্ছপসহ দুই ব্যবসায়ী আটক

সাতক্ষীরায় ৩৪টি কচ্ছপসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সোমবার সকাল ৮টার দিকে জেলার পাটকেলঘাটা থানার খলিষখালি ইউনিয়নের দলুয়া বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন খলিষখালি ইউনিয়নের দুখুড়িয়া গ্রামের পাচু সরকারের ছেলে হাজরা পদ সরকার (৩৮) ও একই ইউনিয়নের গাছা গ্রামের পদ মল্লিকের ছেলে উত্তম মল্লিক (৩৫)।

দলুয়া বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আবু সেলিম জানান, দীর্ঘদিন ধরে হাজরা পদ সরকার ও উত্তম মল্লিক বাজারে কচ্ছপ বিক্রি করে আসছিলেন। আজ (সোমবার) সকালেও তারা বিক্রির উদ্দেশে দুটি বস্তায় করে ৩৪টি কচ্ছপ নিয়ে বাজারে আসে। এ সময় র‌্যাব সদস্যরা তাদের দুজনকে হাতেনাতে আটক করে।

এ বিষয়ে র‌্যাব-৬ এর আওতাধীন সাতক্ষীরা কোম্পানি অধিনায়ক মো. শাহিনুর ইসলাম জানান, ৩৪টি কচ্ছপসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

আকরামুল ইসলাম/এমবিআর/এমকেএইচ