দেশজুড়ে

নন্দীগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

বগুড়ার নন্দীগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় রেজাউল করিম বকুল (৪৫) নামে এক স্কুলশিক্ষক ও আব্দুল গফ্ফার (৬৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে বগুড়া-নাটোর মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল গফ্ফার নাটোরের সিংড়া উপজেলার মালকুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে। তিনি নন্দীগ্রাম কলেজ পাড়ায় মেয়ের জামাই বাড়িতে বেড়াতে এসেছিলেন।

সোমবার সকালে তিনি নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এমন সময় নাটোরগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুল গফ্ফার।

অপরদিকে নন্দীগ্রাম উপজেলার দাঁতমানিকা গ্রামের আব্দুর রহিমের ছেলে রেজাউল করিম বকুল একই (বগুড়া-নাটোর) মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে সিংড়া যাচ্ছিলেন। তিনি জোলারবাতা নামক স্থানে পৌঁছালে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। বকুল সিংড়া উপজেলার দমদমা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।

নন্দীগ্রামের কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক দুটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ পরিবারের লোকজন ঘটনাস্থল থেকেই নিয়ে গেছে।

লিমন বাসার/এমএমজেড/এমএস