দেশজুড়ে

ডিজেলে ভেজাল, ফিলিং স্টেশনের মালিক-ম্যানেজার আটক

দিনাজপুরে ভেজাল ডিজেল বিক্রির অভিযোগে একটি ফিলিং স্টেশনের মালিক ও ম্যানেজারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের ভবাইনগর এলাকার অগ্রণী ফিলিং স্টেশন থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় ফিলিং স্টেশনটিও বন্ধ করে দেয়া হয়েছে।

আটকরা হলেন অগ্রণী ফিলিং স্টেশনের মালিক সাজেদুর রহমান সাজু (৪০) ও ম্যানেজার মিজানুর রহমান মিজান (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের ৫নং শশরা ইউনিয়নের ভবাইনগর অগ্রণী ফিলিং স্টেশনে কয়েকদিন থেকে ভেজাল তেল বিক্রি করা হচ্ছিল। গত সোমাবার অসংখ্য গাড়ি ডিজেল নেয়ার পর অকেজো হয়ে যায়। পরে ক্রেতারা মঙ্গলবার সকাল থেকে স্টেশনে এসে ভিড় জমায়। এ সময় ক্ষতিপূরণ দাবি করলে মালিক এতে কোনো কর্ণপাত না করায় ডিজেল ক্রেতারা পুলিশকে খবর দেয়। বিকেল ৪টার দিকে কোতয়ালি থানার এসআই লুৎফর রহমান ঘটনাস্থলে পাম্পের ভাড়াটিয়া মালিক ও ম্যানেজারকে আটক করে থানায় নিয়ে যান।

আটক সাজেদুর রহমান সাজু ও মিজানুর রহমান মিজান জানায়, গত সোমাবার তারা পার্বতীপুর তেল ডিপো থেকে সাড়ে ৩ হাজার লিটার ডিজেল নিয়ে আসেন। ওইদিন সকাল থেকে সেই ডিজেল বিক্রি করতে শুরু করেন। যার মধ্যে প্রায় হাজার লিটার তেল বিক্রি হয়ে গেছে। এই ডিজেল বিক্রির পর থেকে অভিযোগ আসতে শুরু করে।

কোতয়ালি থানার এসআই লুৎফর রহমান জানান, ভেজাল ডিজেল বিক্রির অভিযোগে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়া পাম্পটিতে সব ধরনের তেল বিক্রি বন্ধ করে দেয়া হয়েছে।

এমদাদুল হক মিলন/এমবিআর/এমকেএইচ