সমাজে অনেক অসহায় মানুষ রয়েছেন। অসহায়ত্বের ঘটনা আমাদের দৃষ্টিতে এলেই তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। আসুন আমরা প্রত্যেকে একজন করে অসহায় মানুষের দায়িত্ব নিই।
এতে অসহায় মানুষগুলো বেঁচে থাকার অবলম্বন খুঁজে পাবেন। জাগো নিউজের কাছে এভাবেই নিজের অভিব্যক্তি ব্যক্ত করেছেন সাতক্ষীরার জেলা প্রশাসক (ডিসি) এস.এম মোস্তফা কামাল।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ে শহরের ইটাগাছা এলাকার বৃদ্ধ আবু বক্করকে একটি হুইলচেয়ার দেন ডিসি মোস্তফা কামাল। এ সময় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী উপস্থিত ছিলেন। একটি হুইলচেয়ারের অভাবে চলাফেরা করতে পারছিলেন না বৃদ্ধ আবু বক্কর।
ডিসি মোস্তফা কামাল বলেন, প্রতিবন্ধী মানুষদের জন্য সরকার সবসময় সহযোগিতা দেয়। প্রতিবন্ধী মানুষ বোঝা নয়, সম্পদ। তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। আসুন সবাই মিলে অসহায় ও প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়াই।
হুইলচেয়ারটি পাওয়ার পর আবু বক্কার বলেন, টাকার অভাবে একটি হুইলচেয়ার কিনতে পারিনি। ডিসির দেয়া হুইলচেয়ারটির মাধ্যমে আমার দীর্ঘদিনের কষ্ট দূর হয়েছে। এখন থেকে আমার আর চলাফেরা করতে অসুবিধা হবে না। আমি ডিসির জন্য দোয়া করি।
আকরামুল ইসলাম/এএম/এমকেএইচ