দেশজুড়ে

ইমামদের মাসিক সম্মানী দেয়ার ঘোষণা মেয়র জাহাঙ্গীরের

গাজীপুর মহানগরীর সকল মসজিদের ইমামদের নিয়মিত মাসিক সম্মানী প্রদানের ঘোষণা দিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

তিনি বলেছেন, ব্যাংকে নিজ নিজ অ্যাকাউন্টের মাধ্যমে মহানগরীর সকল মসজিদের ইমামদের নিয়মিত মাসিক সম্মানী প্রদান করা হবে। প্রতিটি ওয়ার্ডে কবরস্থান করে দেয়া হবে। কবরস্থানের পাশে মসজিদ এবং মাদরাসা নির্মাণ করা হবে।

বুধবার দুপুরে নগরীর বোর্ডবাজারে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাঠে গাজীপুর সিটি কর্পোরেশন আয়োজিত ইমাম-খতিব ও ওলামা-মাশায়েখ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র আরও বলেন, গাজীপুর সিটির প্রতিটি ওয়ার্ডের মসজিদের খতিব ও ইমামদের তালিকা করা হচ্ছে। সিটিতে তাদের জন্য দুই বিঘা জমিতে একটি কমপ্লেক্স ভবন নির্মাণ করে দেয়া হবে। যেখানে তাদের জন্য হাদিস ও কোরআন নিয়ে গবেষণা করার কেন্দ্রও থাকবে। ইমামদের হজে যাওয়ার জন্য বাৎসরিক বাজেট করে দেয়া হবে।

তিনি সিটিতে আবর্জনা-ময়লা ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ইমামদের সহযোগিতা চেয়েছেন। ইমামরা মসজিদে মসজিদে এ সংক্রান্ত পরামর্শ ও বক্তব্য রাখলে কাজটি আরও সহজ হবে মন্তব্য করেন তিনি।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গবেষক মাওলানা মুহিব খান, মুফতি নুরুল ইসলাম, মাওলানা গোলাম মাওলা, হাফেজ মাওলানা আব্দুর রহিম আল মাদানী, মাওলানা কামরুল ইসলাম নোমানী, মাওলানা আক্তার হোসেন গাজীপুরী, মুনির হোসাইন আব্বাসী, হাফেজ মুজিবুর রহমান মাহমুদী, মাওলানা ফজলুর রহমান, সামসুদ্দিন খন্দকার, মাওলানা হাবিবুর রহমান মিয়াজী ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শফিকুল আলম প্রমুখ। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শফিকুল আলম।

সমাবেশে কয়েক হাজার ইমাম-খতিব ও ওলামা মাশায়েখ অংশ নেন।

মো. আমিনুল ইসলাম/এমবিআর/পিআর