সীমান্তের অবৈধ পথে ভারতের পাচারের দুই বছর পর ১১ বছর বয়সী এক কিশোরীকে বেনাপোল দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
গতকাল শুক্রবার সন্ধ্যায় তাকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করা হয়। ওই কিশোরীর বাড়ি খুলনার বটিয়াঘাটা উপজেলায়।
বেনাপোল চেকপোস্ট বিজিবি’র কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, ভারতে পাচার হওয়া এক কিশোরীকে বিএসএফ সদস্যরা হস্তান্তর করেছে। জাস্টিজ অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও তাকে তাদের জিম্মায় নিয়ে তার অভিভাবকের কাছে হন্তান্তর করবে বলে তিনি জানান।
জামাল হোসেন/এমএএস/জেআইএম