দেশজুড়ে

শাজাহানপুর উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেফতার

বগুড়া শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের সুরা সদস্য ইয়াছিন আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়। শাজাহানপুর থানা পুলিশ জানান, ইয়াছিনের ছেলে রুবেল ছাত্র শিবিরের বড় পর্যায়ের নেতা। বিভিন্ন সহিংসতার সঙ্গে জড়িত থাকার কারণে স্থানীয়ভাবে তিনি জঙ্গি রুবেল নামেও পরিচিত। অর্ধ শতাধিক মামলার আসামি রুবেল বর্তমানে মালয়েশিয়ায় রয়েছে। ছেলের ছাড়াও চাঁদে দেলোয়ার হোসেন সাঈদীকে দেখার গুজবে শেষ রাতে থানায় হামলার মামলাসহ নাশকতার একাধিক মামলা রয়েছে ইয়াছিন আলীর বিরুদ্ধে। আরো তথ্য উদঘাটনের জন্য তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সার্বিক) আলমগীর হোসেন জাগো নিউজকে জানান, সব মামলার বিষয়ে এখন ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।লিমন বাসার/এসএস/পিআর