বিনোদন

এই শীতেও বিকিনিতে উষ্ণতা ছড়াচ্ছেন এভ্রিল

মিডিয়ায় এই সময়ের এক আলোচিত নাম জান্নাতুল নাঈম এভ্রিল। নিয়মিত নাটক কিংবা গানের ভিডিও নিয়ে দর্শকের সামনে হাজির হন তিনি। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এই মডেল, অভিনেত্রী। এবার ইনস্টাগ্রামে বিকিনি পরে নাচের ভিডিও পোস্ট করে আলোচনায় এভ্রিল।

এই শীতেও খোলামেলা পোশাক পরে উষ্ণতা ছড়িয়ে চলছেন এভ্রিল। এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ইংরেজি গানের সুরে নেচে চলেছেন তিনি। শনিবার এভ্রিলের ইনস্টাগ্রামে পোস্ট করা এই ভিডিওটি এরই মধ্যে ১৬ হাজারেরও অধিকবার দেখা হয়েছে। কমেন্টের ঘরে নানা রকম মন্তব্য করছেন নেটিজেনরা।

এই প্রথম নয়, এর আগেও বিকিনি পরে সমালোচিত হয়েছেন এভ্রিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার খোলামেলা পোশাকের ছবি। ছবিতে রঙ বেরঙের বিকিনি পোশাকে একটি সুইপিংপুলের পাশে তাকে পোজ দিতে দেখা গেছে।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রতিযোগী হিসেবে আলোচনায় আসেন এভ্রিল। ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর সেরার মুকুট মাথায় নিয়েও সেখান থেকে সরে আসতে হয় তাকে। তবে প্রতিযোগিতায় না জিতেও মিডিয়ায় নিজের জায়গা করে নিয়েছেন তিনি। এখন নিয়মিতই অভিনয় করছেন টিভি নাটক-টেলিছবিতে।

      View this post on Instagram

A post shared by Avril (@jannatul_nayeem) on Dec 28, 2019 at 7:42am PST

এমএবি/এলএ/জেআইএম