পাবনায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অকৃতকার্য (ফেল) হওয়ায় গলায় ফাঁস দিয়ে অত্মহত্যা করেছে মুসলিমা খাতুন (১৪) নামে এক কিশোরী। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে সদর উপজেলার দোগাছী ইউনিয়নের আশুতোষপুর গ্রামের মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মুসলিমা ওই গ্রামের মো. মহিত সরদারের মেয়ে। সে আশুতোষপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালের জেএসসি পরীক্ষায় অংশ নেয়।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম আহম্মেদ জানান, স্কুলছাত্রী মুসলিমা খাতুন জেএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় লজ্জায় ঘরের মধ্যে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে স্বজনরা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
একে জামান/আরএআর/জেআইএম