ফেনী প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া (ডেইলি অবজারভার, ডিবিসি নিউজ) সভাপতি ও মুহাম্মদ আরিফুর রহমান (যমুনা টিভি, দৈনিক আমাদের সময়) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টের কনফারেন্স হলে প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান দারার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি কামাল উদ্দিন ভূঞা (সাপ্তাহিক ফেনীর গৌরব), যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুহিববুল্লাহ ফরহাদ (বাংলাদেশ টুডে, সাপ্তাহিক ফেনী সমাচার), কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল-মামুন (দ্য ডেইলি সান, সাপ্তাহিক কলকন্ঠ, ডেইলি বাংলাদেশ), দফতর ও প্রচার সম্পাদক নজির আহম্মদ রতন (নিউজ২৪)।
কার্যকরী পরিষদের সদস্যরা হলেন- নুরুল করিম মজুমদার (সাপ্তাহিক হকার্স), মীর হোসেন মীরু (সাপ্তাহিক ফেনী বার্তা), আবু তাহের (দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার), বখতেয়ার ইসলাম মুন্না (সময় টিভি), রবিউল হক রবি (চ্যানেল আই, রেডিও টুডে, সাপ্তাহিক ফেনীর খবর), শওকত মাহমুদ (বিটিভি, দৈনিক অজেয় বাংলা, সাপ্তাহিক নবকিরণ)।
সাধারণ পরিষদের সদস্যরা হলেন- জমির উদ্দিন বেগ (বাংলাদেশ প্রতিদিন, মাছরাঙ্গা টিভি), মাইনুল রাসেল (এসএ টিভি), নাজমুল হক শামীম (দৈনিক মানবজমিন, বিডিনিউজ), নজরুল ইসলাম রঞ্জু (একুশে টিভি)।
এছাড়া সভায় আতিয়ার সজল (সময় টিভি), শাহজালাল ভূঞা (দৈনিক আমাদের অর্থনীতি), রাশেদুল হাসানকে (জাগোনিউজ, দৈনিক দেশ রুপান্তর) সাধারণ পরিষদে নতুন সদস্য পদ দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
একইদিন নব-নির্বাচিত কমিটির কাছে বিদায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করে। সভায় প্রয়াত সাংবাদিক খলিলুর রহমান ও জিয়া হায়দার স্বপনের মৃত্যুতে শোক প্রস্তাব করেন প্রেসক্লাবের সভাপতি। পরে তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সাংবাদিক কামাল উদ্দিন ভূঞা।
রাশেদুল হাসান/আরএআর/জেআইএম