রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আজ শনিবার জাতীয় পার্টি জেপি’ ১০ম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি সকাল ১০টায় কাউন্সিল অধিবেশন উদ্বোধন করবেন।
দলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেপি’র ত্রি-বার্ষিক কাউন্সিল-২০২০ অধিবেশনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ূয়াসহ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা যোগদান করবেন।
কাউন্সিলে ৭০টি সাংগঠনিক জেলা থেকে কাউন্সিলর ও ডেলিগেটরা যোগদান করবেন। কাউন্সিলের শেষ অধিবেশনে আগামী ৩ বছরের জন্য দলের চেয়ারম্যান, সাধারণ সম্পাদকসহ কর্মকর্তা নির্বাচন করা হবে।
আরএস/এমএস