দেশজুড়ে

শরীয়তপুরে ১৪০টি কচ্ছপ উদ্ধার, ছেড়ে দেয়া হলো কৃত্তিনাশা নদীতে

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস থেকে ১৪০টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) বিকেলে শরীয়তপুর পৌরসভার মনোহর বাজার মোড় থেকে ওই কচ্ছপগুলো উদ্ধার করা হয়। এসময় বাসের সুপারভাইজারকে আটক করে আংগারিয়া ফাঁড়ির পুলিশ।

আটক সেলিম হোসেন (৩২) খুলনা জেলার লবণচোর উপজেলার বটিয়াঘাটা গ্রামের আইয়ুব আলীর ছেলে।

শরীয়তপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার ডিআইও-১ আজহারুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা জিএস পরিবহনের একটি বাসে অবৈধভাবে বিপুল পরিমাণ কচ্ছপ আনা হচ্ছে গোপন খবরের ভিত্তিতে আংগারিয়া ফাঁড়ির পুলিশকে জানালে অভিযান চালিয়ে কচ্ছপগুলো উদ্ধারসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

পরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাহবুর রহমান শেখ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং উদ্ধারকৃত কচ্ছপগুলো পুলিশ ও জনসম্মুখে কৃত্তিনাশা নদীতে ছেড়ে দেয়া হয়েছে।

ছগির হোসেন/এমএএস/জেআইএম