আইন-আদালত

যুবদল ছাত্রদলের ৪৯ নেতাকর্মীর আগাম জামিন

বগুড়া জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৪৯ নেতাকর্মীর চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

পৃথক পৃথক জামিন আবেদনের শুনানিতে সোমবার হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করে আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন আইনজীবী এবিএম রফিকুল হক তালুকদার রাজা, মিজানুর রহমান, আনিছুর রহমান খান, সালমা সুলতানা, গোলাম আকতার জাকির, সুজা, কে আর খান প্রধান সায়ের ও মাকসুদুল ইসলাম প্রমুখ।

জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েল, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সভাপতি মো. আবু হাসান, সাধারণ সম্পাদক নুরে আলম রিগানসহ ৪৯ নেতাকর্মী।

এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, গত ১ জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণজমায়তে পুলিশের সঙ্গে সংঘর্ষের অভিযোগে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৭৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০০ বা ৬০০ নেতাকর্মীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করা হয়। এ মামলায় হাইকোর্ট ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৪৯ নেতাকর্মীকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পহেলা জানুয়ারি সকাল ১০টা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শহীদ খোকন পার্ক ও কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। তারা কেন্দ্রীয় শহীদ মিনারে উঠে খালেদা জিয়ার মুক্তির জন্য স্লোগান দিতে থাকেন। এ সময় অতিরিক্ত এসপি শহীদ মিনার থেকে নেমে যেতে বললে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন।

এফএইচ/জেএইচ/এমএস