অর্থনীতি

মুজিববর্ষ উদযাপনে বঙ্গবন্ধু কল্যাণ ট্রাস্টে ইউসিবির ১০ কোটি টাকা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ উদযাপনে বঙ্গবন্ধু কল্যাণ ট্রাস্টে ১০ কোটি টাকার অনুদানের চেক প্রদান করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)।

মঙ্গলবার ইউসিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই চেক প্রদান করেন ইউসিবির দুই পরিচালক আসিফুজ্জামান চৌধুরী ও নুরুল ইসলাম চৌধুরী।

জেডএ/পিআর