অর্থনীতি

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে প্রাইম ব্যাংকের ১০ কোটি টাকা অনুদান

সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে ১০ কোটি টাকা আর্থিক অনুদান দিয়েছে প্রাইম ব্যাংক। মঙ্গলবার ব্যাংকটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সোমবার (৬ জানুয়ারি) গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রাইম ব্যাংকের পরিচালক মো. নাদের খান ১০ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করেন।

এ সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার ও প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ উপস্থিত ছিলেন।

এসআই/এমএসএইচ/এমকেএইচ