সিরাজগঞ্জের আলোচিত কলেজছাত্র সোহেল (২৮) হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে সদর থানার উপ-পরিদর্শক আবু জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার তিন আসামি হলেন- সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের মোশারফ হোসেন তালুকদারের ছেলে ইউসুফ রেজা (২৮), আল-আমিন (৩৩) ও মোজাফ্ফর হোসেন তালুকদারের ছেলে মোশারফ হোসেন তালুকদার (৭০)।
এসআই আবু জাফর জানান, গত মঙ্গলবার ঢাকার নবিনগর এলাকায় অভিযান চালিয়ে ওই তিন আসামিকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাদের বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন করে দুপুরে আদালতে সোপর্দ করা হয়।
পূর্বের শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৯ সালের ২৩ আগস্ট কালিয়া হরিপুর ইউপির কান্দাপাড়া গ্রামের মোতালেব তালুকদারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় একই গ্রামের মোহন তালুকদার গং। এ সময় মোতালেব তালুকদারের ছেলে সোহেলকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় সোহেলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যায় তার মৃত্যু হয়।
ওই ঘটনায় নিহতের মা শিউলি বেগম বাদী হয়ে থানায় ১৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় চারজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে বলে এসআই আবু জাফর জানান।
ইউসুফ দেওয়ান রাজু/এমএআর/পিআর