বিনোদন

পথশিশুদের কাছে টেনে নিলেন দীপিকা

বলিউডে এই মুহুর্তে সবচেয়ে আলোচিত তারকার নাম সম্ভবত বলিউড তারকা দীপিকা পাডুকোন। সম্প্রতি ভারতে চলমান ছাত্র আন্দোলনে উপস্থিত হয়ে বেশ আলোচিত ও সমালোচিত হয়েছিলেন এই তারকা।

ছবির প্রচারের জন্য শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি দেখাতে গিয়ে অনেক কটূক্তিও শুনতে হয়েছে তাকে। যদিও সেসব কিছুই কানে তোলেননি বাজিরাও মাস্তানি খ্যাত এই তারকা।

তবে সম্প্রতি আবারও আলোচনায় দীপিকা পাডুকোন। শনিবার একটি রেস্টুরেন্টে রাতের খাবারের পর মুম্বাইয়ের রাস্তায় হাঁটতে বের হয়েছিলেন দীপিকা পাডুকোন। আর সেখানেই দীপিকাকে ঘিরে ধরলো মুম্বাইয়ের পথশিশুরা। তাদের হতাশ করেননি দীপিকাও।

পরম আনন্দে কাছে টেনে নিয়েছেন তার ক্ষুদে ভক্তদের। তাদের সঙ্গে বেশ কিছু সময় কাটিয়েছেন।

আগে থেকেই রেস্টুরেন্টের সামনে ভিড় করে থাকা গণমাধ্যমকর্মীদের নজর এড়ায়নি বিষয়টি। পথশিশুদের সঙ্গে এমন সময় কাটাতে পেরে খুশি এই বলিউড তারকাও। বিষয়টিকে তিনি আখ্যায়িত করেছেন ‘জয় অব লাইফ’ নামে।

এসিডদগ্ধ নারীর সংগ্রামী জীবন নিয়ে নির্মিত দীপিকা অভিনীত সর্বশেষ ছবি ‘ছপাক’ মুক্তি পেয়েছে সম্প্রতি। ছবিটিতে দীপিকার অভিনয় প্রশংসা কুড়িয়েছে সমালোচকদের। বক্স অফিসে এখন পর্যন্ত ছবিটি আয় করেছে ১২ কোটি রুপি।

      View this post on Instagram

#DeepikaPadukone gets mobbed by fans as she gets papped post dinner in #mumbai #paparazzi #video #instadaily #manavmanglani

A post shared by Manav Manglani (@manav.manglani) on Jan 11, 2020 at 11:54am PST

আরএএইচ/এলএ/এমএস