দেশজুড়ে

মানিকগঞ্জে মাছের খাদ্য উৎপাদন কারখানায় আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

মানিকগঞ্জের শিবালয়ে মাছ ও মুরগির খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ’মেগাফিড’ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানা কর্তৃপক্ষের দাবি, আগুনে তাদের প্রায় তিন কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

সোমবার দুপুর ১টার দিকে উপজেলার পাটুরিয়া মোড় এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও কারখানা সূত্র জানায়, দুপুরে হঠাৎ কারখানার কাঁচামালের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে মানিকগঞ্জ, শিবালয়, ঘিওর ও ধামরাই থেকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস বিভাগের ঢাকা- ৪ জোনের কমান্ডার আনোয়ারুল হক জানান, ৫টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্তের পর আগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যাবে।

মেগাফিড কারখানার সিইও আহসানুজ্জামান জানান, গোডাউনে আগুন লাগায় তাদের ফিড তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল পুড়ে যায়। এতে তাদের প্রায় তিন কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

বি.এম খোরশেদ/এমএএস/এমএস