সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের কৈখালী ফরেস্ট স্টেশনের মাঝি নবাব আলীর (৬০) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ ৷ সোমবার (১৩ জানুয়ারি) মধ্যরাতে চুনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নবাব আলী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৫ নং কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের মৃত. মজিদ আলী গাজীর ছেলে। তিনি দীর্ঘদিন কৈখালী ফরেস্ট স্টেশনের মাঝি হিসেবে কাজ করেন।
নিহতের ছেলে রফিকুল ইসলাম জানান, রোববার (১২ জানুয়ারি) রাতে ওয়াপদা বেড়িবাঁধের ওপরে সাহেদ আলীর দোকানে বসে রাত অনুমানিক ২টা পর্যন্ত মোবাইলে ওয়াজ শোনেন পরে তিনি বাড়িতে ফেরেননি। সোমবার মধ্যরাতে চুনা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
এ বিষয়ে শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, নবাব আলীর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে ধারণা করছি, নৌকা চালানোর সময় পড়ে গিয়ে নদীতে ডুবে তার মৃত্যু হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আকরামুল ইসলাম/আরএআর/এমকেএইচ