দেশজুড়ে

কাগজপত্রবিহীন ১৪ মোটরসাইকেলসহ যুবলীগ নেতা গ্রেফতার

সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) মধ্যরাতে পৌরসভার তুলশিডাঙ্গা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

কলারোয়া থানা পুলিশের ওসি (তদন্ত) রাজীব হোসেন জানান, তার বিরুদ্ধে দুইটি সিআর ও একটি জিআর মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারি পরোয়ানায় তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, অভিযানকালে শাহাজাদার বাড়ি থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৪টি কাগজপত্রবিহীন মোটরসাইকেল, কিছু ননজুডিশিয়াল স্ট্যাম্প ও বিভিন্ন ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়েছে।

কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস বলেন, যুবলীগ নেতা ও ভাইস চেয়ারম্যান শাহাজাদার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট ছাড়াও জমি দখল, চাঁদাবাজি ও অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া তার বাড়ি থেকে উদ্ধার হওয়া অবৈধ মালপত্রের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আকরামুল ইসলাম/আরএআর/এমকেএইচ