গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সরকারের ছেলে স্কুলছাত্র আশিকুর রহমান সাম্য (১৩) হত্যা মামলায় ১১ আসামির মধ্যে তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বাকি আট আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- শাহরিয়ার হৃদয়, রাকিবুল হাসান সজিব ও মাহমুদুল হাসান ওরফে জাকির প্রধান।
পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মাসুদ প্রধান সুজন, আল আমিন ইসলাম, বাবেয়া বেগম, আল-আমিন, শিমুল মিয়া, রুনা বেগম, জাহাঙ্গীর আলম ও গোবিন্দগঞ্জের সাবেক পৌর কাউন্সিলর জয়নাল আবেদিন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর দুপুরে গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকারের একমাত্র ছেলে আশিকুর রহমান সাম্যকেঅপহরণ করা হয়। পরদিন বর্ধনকুঠি বটতলার কমিউনিটি সেন্টারের সেপটিক ট্যাংক থেকে সাম্যর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ঘটনায় গোবিন্দগঞ্জ পৌরসভার কাউন্সিলর জয়নাল আবেদীনকে প্রধান আসামি এবং সাম্যের সহপাঠীসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন সাম্যের বাবা।
জাহিদ খন্দকার/আরএআর/এমএস