দেশজুড়ে

একঝাঁক এমপির লালন সংগীত উপভোগ

মাদারীপুরের শিবচরে আনন্দঘন মুহূর্তে লালন সংগীত উপভোগ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ একঝাঁক এমপি। সংসদ সদস্যদের আগমন ও হাজার হাজার দর্শনার্থীদের উপস্থিতিতে শিবচর উপজেলার লালন মঞ্চ উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শনিবার সন্ধ্যায় নবনির্মিত লালন মঞ্চ উদ্বোধন করেন প্রধান অতিথি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে শিবচর পৌরসভা লালন সংগীতের আয়োজন করে।

এ সময় বিশেষ অতিথি ছিলেন- চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি। কর্মশালায় সভাপতিত্ব করেন- জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান। এ ছাড়া জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো, ইউএনএফপিএ-র প্রতিনিধি ড. আশা টর্ককেলসন উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এমপি, ক্যাপটেন তাজুল ইসলাম এমপি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আফম রুহুল হক এমপি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামসুল হক টুকু এমপি, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ এমপি, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, মো. নজরুল ইসলাম বাবু এমপি, প্রফেসর ড. হাবিবে মিল্লাত এমপি, মো. ফকরুল ইসলাম এমপি, নাহিদ ইজহার খান এমপি, রাজি মো ফকরুল এমপিরা সূর্বনা মোস্তফা এমপি, অপরাজিতা হক এমপি, শবনাম বেগম এমপি, আদিবা আনজুম মিতা এমপি প্রমুখ।

উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান, মাদারীপুর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার মাহাবুব হাসান প্রমুখ।

এর আগে, দুপুরে জাতীয় সংসদের উদ্যোগে শিবচর চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে আয়োজিত ‘বাল্য বিবাহ প্রতিরোধ পূর্বক মাতৃমৃত্যু হ্রাসকরণ পরামর্শ কর্মশালা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। এ ছাড়া বিকেলে চৌধুরী ফিরোজা বেগম শিল্পকলা একাডেমিতে শিবচরের উন্নয়ন নিয়ে তৈরি একটি নাটক উপভোগ করেন অতিথিরা।

এ কে এম নাসিরুল হক/এমআরএম/এমকেএইচ