রাজধানীর মহাখালীর ওয়্যারলেস গেট এলাকায় নির্মাণাধীন একটি ভবনের দেয়ালের অংশবিশেষ ধসে অজ্ঞাত এক নারীর (৬০) মৃত্যু হয়েছে। একই ঘটনায় এক রিকশাচালক মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।আহত রিকশাচালকের নাম মোহাম্মদ মোস্তাকিম (৩৫)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।জানা যায়, মঙ্গলবার বেলা দুইটার দিকে দুজন যাত্রীকে নিয়ে রিকশা চালিয়ে মহাখালী ওয়্যারলেস গেট এলাকা দিয়ে যাচ্ছিলেন রিকশাচালক মোস্তাকিম। এ সময় সেখানে নির্মাণাধীন একটি ভবনের দেয়াল আংশিক ভেঙে পড়লে পথচারী এক নারী ও মোস্তাকিম গুরুতর আহত হন। ওই নারীকে ওয়্যারলেস গেট এলাকায় লাইফলাইন হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।বিষয়টি বনানী থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম নিশ্চিত করেছেন।