জাতীয়

দক্ষিণে বিজয়ী কাউন্সিলর হলেন যারা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মো. আব্দুল বাতেন।

কাউন্সিলর পদে বিজয়ীরা হলেন

২ নম্বর ওয়ার্ডে আনিসুর রহমান৩ নম্বর ওয়ার্ডে মো. মাকসুদ হোসেন৪ নম্বর ওয়ার্ডে মো. জাকির হোসেন৫ নম্বর ওয়ার্ডে চিত্তরঞ্জন দাস৬ নম্বর ওয়ার্ডে মো. সিরাজুল ইসলাম৭ নম্বর ওয়ার্ডে শামসুল হুদা৮ নম্বর ওয়ার্ডে ইসমাঈল১০ নম্বর ওয়ার্ডে মনসুর১১ নম্বর ওয়ার্ডে মির্জা শরীফ১৩ নম্বর ওয়ার্ডে মো এনামুল হক১৪ নম্বর ওয়ার্ডে ইলিয়াসুর রহমান১৫ নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম বাবলা ১৬ নম্বর ওয়ার্ডে নাসিম আহমেদ১৮ নম্বর ওয়ার্ডে আ স ম ফেরদাউস আলম১৯ নম্বর ওয়ার্ডে আবুল বাশার২০ নম্বর ওয়ার্ডে ফরিদ উদ্দিন ২২ নম্বর ওয়ার্ডে জিন্নাত আলী২৩ নম্বর ওয়ার্ডে মো. মকবুল হোসেন২৪ নম্বর ওয়ার্ডে মোকাদ্দেশ হোসেন জাহিদ২৬ নম্বর ওয়ার্ডে হাসিবুর রহমান২৭ নম্বর ওয়ার্ডে উমর বিন আবদাল আজিজ২৮ নম্বর ওয়ার্ডে কামাল উদ্দিন২৯ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম বাদল৩০ নম্বর ওয়ার্ডে মো. ইরফান সেলিম৩১ নম্বর ওয়ার্ডে জুবায়ের আদেল৩২ নম্বর ওয়ার্ডে আব্দুল মান্নান৩৩ নম্বর ওয়ার্ডে আউয়াল হোসেন৩৪ নম্বর ওয়ার্ডে মো. মামুন৩৫ নম্বর ওয়ার্ডে আবু সাইদ৩৬ নম্বর ওয়ার্ডে রঞ্জন বিশ্বাস৩৭ নম্বর ওয়ার্ডে আব্দুর রহমান মিয়াজী৩৮ নম্বর ওয়ার্ডে আহমেদ ইমতিয়াজ মান্নাফি৩৯ নম্বর ওয়ার্ডে রোকন উদ্দিন আহমেদ৪০ নম্বর ওয়ার্ডে আবুল কালাম আজাদ৪১ নম্বর ওয়ার্ডে সারোয়ার হাসান আলো৪২ নম্বর ওয়ার্ডে মো. সেলিম৪৪ নম্বর ওয়ার্ডে মো. নিজামউদ্দিন৪৯ নম্বর ওয়ার্ডে বাদল সরদার৫০ নম্বর ওয়ার্ডে মাসুম মোল্লা৫১ নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান৫৩ নম্বর ওয়ার্ডে মীর হোসেন মীরু৫৮ নম্বর ওয়ার্ডে শফিকুর রহমান৫৯ নম্বর ওয়ার্ডে আকাশ কুমার ভৌমিক৬০ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন মজুমদার৬৪ নম্বর ওয়ার্ডে মাসুদুর রহমান মোল্লা৬৫ নম্বর ওয়ার্ডে শামসুদ্দিন ভুইয়া৬৬ নম্বর ওয়ার্ডে মো. মতিন সাউথ৬৭ নম্বর ওয়ার্ডে মো. ইব্রাহীম৬৮ নম্বর ওয়ার্ডে মাহমুদুল হাসান৬৯ নম্বর ওয়ার্ডে সালাউদ্দিন আহমেদ৭৩ নম্বর ওয়ার্ডে শফিকুল ইসলাম৭৪ নম্বর ওয়ার্ডে আজিজুল হক৭৫ নম্বর ওয়ার্ডে আকবর হোসেন

সংরক্ষিত মহিলা আসনে বিজয়ী যারা

১ নম্বর ওয়ার্ডে ফারজানা ইয়াসমিন২ নম্বর ওয়ার্ডে মাকসুদা সমশের৫ নম্বর ওয়ার্ডে সৈয়দা রোকসানা আক্তার চামেলী৭ নম্বর ওয়ার্ডে শিরিন গাফ্ফার৯ নম্বর ওয়ার্ডে সাবিনা পারভিন১০ নম্বর ওয়ার্ডে শামসুন্নাহার১১ নম্বর ওয়ার্ডে নাসরিন রশিদ পুতুল১২ নম্বর ওয়ার্ডে সুরাইয়া বেগম১৩ নম্বর ওয়ার্ডে শাহীনুর বেগম১৪ নম্বর ওয়ার্ডে বিজয়ী হয়েছেন লাভলী চৌধুরী১৬ নম্বর ওয়ার্ডে নাসিমা আহমেদ২২ নম্বর ওয়ার্ডে মাহফুজা আক্তার২৩ নম্বর ওয়ার্ডে নিলুফার ইয়াসমিন২৫ নম্বর ওয়ার্ডে সাহিদা বেগম২০ নম্বর ওয়ার্ডে নাসরিন আহম্মেদ

এআর/এএইচ/এমএআর/এমএসএইচ/জেআইএম