মেহেরপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাগর (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবাসহ আরও তিনজন।
রোববার সন্ধার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আহম্মেদ আলী টেকনিক্যাল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- নিহতের বাবা মেহেরপুর পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাবলু, কলেজছাত্র সুমন (২৫) ও হাসান (৩১)।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা জানান, রোববার সন্ধ্যার দিকে বাবলু ও তার ছেলে সাগর একটি মোটরসাইকেলযোগে ব্র্যাক অফিসের সামনের মোড়ে মোটরসাইকেল নিয়ে সড়ক পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় হাসান ও সুমন মোটরসাইকেলযোগে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে উভয় মোটরসাইকেল রাস্তায় ছিটকে পড়ে সাগর, বাবুল, হাসান ও সুমন গুরুতর আহত হয়।
এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে বাবলু ও সাগরের অবস্থা আশঙ্কাজনক হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ঢাকায় আসার পথে সাগরের মৃত্যু হয়।
আসিফ ইকবাল/এমএসএইচ