সিলেটের কোম্পানীগঞ্জে একটি পাথর কোয়ারিতে গর্ত ধসে মাটিচাপায় রুবেল মিয়া (২৪) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই শ্রমিক।
রোববার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জের কালাইরাগ পাথর কোয়ারিতে এ ঘটনা ঘটে। নিহত রুবেল মিয়া নেত্রকোনা জেলার কালিয়াপুরি থানার কৃষ্ণপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে। আহতদের পরিচয় জানা যায়নি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল কুমার কানু জানান, রোববার বেলা ১১টার দিকে কয়েকজন শ্রমিক কোয়ারিতে গর্ত খুঁড়ে পাথর তুলছিলেন। হঠাৎ গর্ত ধসে পড়লে তিন শ্রমিক মাটিচাপা পড়েন। এ সময় ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন আচার্য জানান, ঘটনাস্থল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সিলেটের কোয়ারিগুলোতে পাথর উত্তোলনে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও পাথর তোলা থেমে নেই। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) তথ্যমতে, ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জের পাথর কোয়ারিতে পাথর উত্তোলনকালে ১২ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন।
এছাড়া গত তিন বছরে শাহ আরফিন টিলায় ২৬ ও জাফলংয়ে ২১ জন মারা যান। অন্যদিকে গোয়াইনঘাটের বিছনাকান্দিতে ৫, কানাইঘাটের বাংলাটিলায় ৬ এবং লোভাছড়া ও উতমাছড়া পাথর কোয়ারিতে পাথর তুলতে গিয়ে মারা যান ৪ শ্রমিক।
ছামির মাহমুদ/এমএসএইচ