ভালোবাসা দিবস মানেই ভালোবাসা মিশে থাকা সবকিছু। এই দিনটিকে ঘিরে শোবিজেও দেখা যায় নানা রকম প্রস্তুতি। আসে ভালোবাসার নাটক-সিনেমা ও গান। তেমনি এই দিবসকে সামনে রেখে গোল্লাছুট তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করতে যাচ্ছে তিনটি নাটক। রোমান্টিক তিন নাটকের এই আয়োজনের শিরোনাম ‘ভালোবাসার তিন গল্প’।
মোশনরক এন্টারটেইনমেন্ট’র তত্বাবধায়নে ভালোবাসার তিন গল্পের নাটকগুলো হলো- মহিদুল মহিমের ‘স্পর্শে তুমি’। এতে অভিনয় করেছেন তাহসান, তানজিন তিশা প্রমুখ।
কাজল আরেফিন অমির ‘স্যার আই লাভ ইউ’। এই নাটকে দেখা যাবে আরফান নিশো-মেহজাবিন চৌধুরীসহ আরও অনেককে।
শিহাব শাহীন নির্মাণ করেছেন ‘অবুঝ দিনের গল্প-২’ নামের একটি নাটক। এতে অভিনয় করেছেন অপূর্ব-তানজিন তিশাসহ আরও অনেকে।
ভালোবাসা দিবসকে সামনে রেখে ‘রিং আইডি ভালোবাসার তিন গল্প’ শিরোনামের নাটকগুলো অবমুক্ত করা হবে গোল্লাছুট’র ইউটিউব চ্যানেলে।
এলএ/এমকেএইচ