টাঙ্গাইল শহরের নজরুল সেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের গলিতে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকেল ৪টার দিকে কলেজছাত্রকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহত কলেজছাত্রের নাম তানভীর মাহতাব ইসরাক (২০)। তিনি শহরের আশেকপুর এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে ও শহরের হাজী আবুল হোসেন ইনস্টিটিউট অব টেকনোলজির ছাত্র ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, বুধবার বিকেলে কোনো একসময় কলেজছাত্র ইসরাককে ঘটনাস্থলে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কলেজছাত্রের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে বলেও জানান তিনি।
আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম