মেয়াদ শেষ হওয়ার পর ১১৪ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আংশিক কমিটি গঠন করেছে জাতীয়তাবাদী যুবদল। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন দিয়েছেন।
২০১৭ সালের জানুয়ারিতে যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নিরবকে সভাপতি এবং ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করে যুবদলের কেন্দ্রীয় সুপার ফাইভ কমিটি গঠন হয়। তিন বছর মেয়াদী এই কমিটির মেয়াদ শেষ হওয়ার পর ১১৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি দেয়া হলো।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় আংশিক কমিটি-
০১ সভাপতি সাইফুল আলম নীরব০২ সিনিয়র সহসভাপতি মোরতাজুল করিম বাদরু০৩ সহসভাপতি আব্দুল খালেক হাওলাদার০৪ সহসভাপতি জাকারিয়া মঞ্জুর০৫ সহসভাপতি আলী আকবর চুন্নু০৬ সহসভাপতি ইউসুফ বিন জলিল কালু০৭ সহসভাপতি মোনায়েম মুন্না০৮ সহসভাপতি গোলাম রাব্বানী০৯ সহসভাপতি তরিকুল ইসলাম বনি১০ সহসভাপতি আব্দুল বাতেন শামীম১১ সহসভাপতি মো. রবিউল আউয়াল লাভলু১২ সহসভাপতি এড. আবু সেলিম চৌধুরী১৩ সহসভাপতি ইকবাল রশিদ অপু১৪ সহসভাপতি শহীদ উল্লাহ তালুকদার১৫ সহসভাপতি এড. মাহফুজুর রহমান ফরহাদ১৬ সহসভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন১৭ সহসভাপতি রফিকুল আলম মজনু১৮ সহসভাপতি রুহুল আমিন আকিল১৯ সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকী২০ সহসভাপতি কাজী আজিজুল হাকিম আরজু২১ সহসভাপতি জাকির হোসেন নান্নু২২ সহসভাপতি এড. বেলাল হোসেন ভুঁইয়া লাভলু২৩ সহসভাপতি (ঢাকা বিভাগ) মজিবুর রহমান২৪ সহসভাপতি (চট্টগ্রাম বিভাগ) মোসারফ হোসেন দিপ্তী২৫ সহসভাপতি (রাজশাহী বিভাগ) মোসাব্বির হোসেন সঞ্জু২৬ সহসভাপতি (খুলনা বিভাগ) মাহবুব হাসান পিয়ারু২৭ সহসভাপতি (বরিশাল বিভাগ) এড. আক্তারুজ্জামান শামীম২৮ সহসভাপতি (সিলেট বিভাগ) আনসার উদ্দিন (সুনামগঞ্জ)২৯ সহসভাপতি (রংপুর বিভাগ) মহেবুল্লাহ আবু নুর৩০ সহসভাপতি (কুমিল্লা বিভাগ) আশিকুর রহমান ওয়াসিম৩১ সহসভাপতি (ময়মনসিংহ বিভাগ) খন্দকার মুসুদুল হক মাসুদ৩২ সহসভাপতি (ফরিদপুর বিভাগ) মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু৩৩ সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু৩৪ যুগ্ম -সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন৩৫ যুগ্ম -সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ মিলন৩৬ যুগ্ম -সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান মাসুদ৩৭ যুগ্ম -সাধারণ সম্পাদক আলী আশরাফ৩৮ যুগ্ম -সাধারণ সম্পাদক এডভোকেট গাজী গিয়াস৩৯ যুগ্ম -সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন৪০ যুগ্ম -সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিনার৪১ যুগ্ম -সাধারণ সম্পাদক গাজী হাবীব হাসান রিন্টু৪২ যুগ্ম -সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু৪৩ যুগ্ম -সাধারণ সম্পাদক জি এম সবুর কামরুল৪৪ যুগ্ম -সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সাগর৪৫ যুগ্ম -সাধারণ সম্পাদক দীপু সরকার৪৬ যুগ্ম-সাধারণ সম্পাদক ইমাম হোসেন৪৭ যুগ্ম -সাধারণ সম্পাদক মো. মহসিন মোল্লা৪৮ যুগ্ম -সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন৪৯ যুগ্ম -সাধারণ সম্পাদক রেজা পাহলভী মাসুম৫০ যুগ্ম -সাধারণ সম্পাদক হারুনুর রশিদ শিশির৫১ যুগ্ম -সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন৫২ যুগ্ম -সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন৫৩ যুগ্ম -সাধারণ সম্পাদক শরীফ হোসেন৫৪ যুগ্ম -সাধারণ সম্পাদক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন৫৫ সহ - সাধারণ সম্পাদক আব্দুল জব্বার৫৬ সহ - সাধারণ সম্পাদক আব্দুল মমিন সবুজ৫৭ সহ - সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম তিতাস৫৮ সহ - সাধারণ সম্পাদক কাজী হাবীবুর রহমান হারুন৫৯ সহ - সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রতন৬০ সহ - সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল৬১ সহ - সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ৬২ সহ - সাধারণ সম্পাদক সামসুর রহমান৬৩ সহ - সাধারণ সম্পাদক আবু সুফিয়ান দুলাল৬৪ সহ - সাধারণ সম্পাদক জি এস বাবুল৬৫ সহ - সাধারণ সম্পাদক এডভোকেট মাহতাব আলম৬৬ সহ - সাধারণ সম্পাদক আনোয়ারুল হক৬৭ সহ - সাধারণ সম্পাদক গোলাম হাফিজ নাহিন৬৮ সহ - সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক৬৯ সহ - সাধারণ সম্পাদক এড. মাজহারুল ইসলাম বাবু৭০ সহ - সাধারণ সম্পাদক আনোয়ারুল হক রয়েল৭১ সহ - সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ৭২ সহ - সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া৭৩ সহ - সাধারণ সম্পাদক তরুন দে৭৪ সহ - সাধারণ সম্পাদক মো. শাহ আলম চৌধুরী৭৫ সহ - সাধারণ সম্পাদক আহমেদুল আলম চৌধুরী রাসেল৭৬ সহ - সাধারণ সম্পাদক (ঢাকা বিভাগ) মোশারফ হোসেন৭৭ সহ - সাধারণ সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মোহাম্মদ সাহেদ৭৮ সহ - সাধারণ সম্পাদক (রাজশাহী বিভাগ) এইচ এম ওবায়দুর রহমান সুইট৭৯ সহ - সাধারণ সম্পাদক (খুলনা বিভাগ) নুরুজ্জামান লিটন৮০ সহ - সাধারণ সম্পাদক (বরিশাল বিভাগ) মনিরুল ইসলাম লিটন৮১ সহ - সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) ইলিয়াস মিয়া (হবিগঞ্জ)৮২ সহ - সাধারণ সম্পাদক (রংপুর বিভাগ) নাজমুল আলম নাজু৮৩ সহ - সাধারণ সম্পাদক (কুমিল্লা বিভাগ) মিজানুর রহমান মিজান৮৪ সহ - সাধারণ সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) রোকনুজ্জামান রোকন৮৫ সহ - সাধারণ সম্পাদক (ফরিদপুর বিভাগ) মো. সারোয়ার হোসেন৮৬ সাংগঠনিক সম্পাদক মামুন হাসান৮৭ সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সোহেল৮৮ সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান জামান৮৯ সহ সাংগঠনিক সম্পাদক রিয়াদ হাসান উজ্জল৯০ সহ সাংগঠনিক সম্পাদক মাসুমুল হক৯১ সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আমিন৯২ সহ সাংগঠনিক সম্পাদক সাব্বির আহম্মেদ দিপু৯৩ সহ সাংগঠনিক সম্পাদক ওমর তাহের বাবু৯৪ সহ সাংগঠনিক সম্পাদক মহসিন আলী লিটন৯৫ সহ সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন ভুইয়া৯৬ সহ সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাছান তালুকদার৯৭ সহ সাংগঠনিক সম্পাদক আহসানুল হক রুবেল৯৮ সহ সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন তুহীন৯৯ সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ১০০ সহ সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন মানিক১০১ সহ সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন লিমন১০২ সহ সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মহসিন হোসেন বিদ্যুৎ১০৩ সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মঞ্জুরুল আজিম সুমন১০৪ সহ সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) মোজাদ্দেদ জামানী সুমন১০৫ সহ সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) শামীম কবির১০৬ সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) এড. পারভেজ আকন বিপ্লব১০৭ সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জাকির হোসেন উজ্জ্বল (মৌলভীবাজার)১০৮ সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মাহফুজ উন নবী ডন১০৯ সহ সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) শামীম মোল্লা (ব্রাহ্মণবাড়িয়া)১১০ সহ সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) খসরুজ্জামান শরীফ১১১ সহ সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) আরিফুজ্জামান মোল্লা১১২ দফতর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) কামরুজ্জামান দুলাল১১৩ সহ-দফতর সম্পাদক আজিজুর রহমান আজিজ১১৪ সহ-দফতর সম্পাদক নুর উল ইসলাম সোহেল
কেএইচ/এমএসএইচ/এমএস