দেশজুড়ে

সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শ্যালক-দুলাভাই গ্রেফতার

ভোলা সদর উপজেলায় ঘরে ঢুকে সপ্তম শ্রেণির (১২) মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চরসামাইয়া ইউনিয়নের মোল্লা বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- রায়হান ও তার দুলাভাই মো. হেলাল। তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা মডেল থানা পুলিশের এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মো. রাসেল।

ছাত্রীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের সাহেবের চর এলাকায় ওই ছাত্রীকে ঘরে রেখে তার মা রাতে স্থানীয় বাজারে ওষুধ কিনতে যান। এ সময় পাশের বাড়ির সেলিমের ছেলে রায়হান ওই ছাত্রীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে রায়হান পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে ভোলা মডেল থানায় মামলা করা হয়।

জুয়েল সাহা বিকাশ/এএম/এমএস