জাতীয়

বাগেরহাট-৪ উপ-নির্বাচনে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী সাজন কুমার মিস্ত্রীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে আপিলের শুনানি শেষ এ বৈধতা ঘোষণা করে ইসি। নির্বাচন ভবন থেকে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন জাপা প্রার্থী সাজন কুমার মিস্ত্রী।

ফলে এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমিরুল আলম মিলনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা আর থাকল না।

সাজন কুমার মিস্ত্রী জাগো নিউজকে বলেন, ‘শুনানি শেষে আমাদের পক্ষ রায় দিয়েছে নির্বাচন কমিশন। আমি বৈধ। এখন রায়ের কপি তুলব।’

বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ ও জাপা ছাড়াও বিএনপি মনোনীত প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন মনোনয়নপত্র জমা দেন।

গত ২৩ ফেব্রুয়ারি মনোনয়ন যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া সবার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এরপর নির্বাচন কমিশনে আপিল করেন বিএনপি ও জাপার প্রার্থী। আপিলে শুনানি শেষে নির্বাচন কমিশন জাপার প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করে। এ সংবাদ লেখা পর্যন্ত বিএনপি প্রার্থীর মনোনয়নপত্রের বিষয়ে শুনানি চলছিল।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গত ১৯ ফেব্রুয়ারি। আর রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই করেন গত ২৩ ফেব্রুয়ারি। আগামী ২৯ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ভোটগ্রহণ হবে ২১ মার্চ।

পিডি/এসআর/জেআইএম