দেশজুড়ে

বান্দরবানে ট্যুরিস্ট বাস চালু, একদিনে ঘুরবে সব বিনোদন কেন্দ্র

বান্দরবানে ভ্রমণে আসা পর্যটকদের বিনোদনের জন্য চালু হলো ট্যুরিস্ট বাস সার্ভিস। এ সার্ভিসের মাধ্যমে এখন থেকে বান্দরবানে ভ্রমণে আসা পর্যটকরা বিভিন্ন পর্যটন কেন্দ্রে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ফিতা কেটে হোটেল হিলভিউয়ের এসব ট্যুরিস্ট বাসের উদ্বোধন করেন। এরপর ট্যুরিস্ট বাস সার্ভিসের উদ্বোধন উপলক্ষে হোটেল হিলভিউয়ের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, পর্যটন জেলা বান্দরবান আজ থেকে আরেক ধাপ এগিয়ে গেল। বান্দরবানে এখন থেকে পর্যটকরা এসি নন-এসি দুটি বাসের মাধ্যমে জেলার সব বিনোদন কেন্দ্রে ভ্রমণ করতে পারবেন। এসব বাস ভ্রমণে পর্যটকরা যেমন নিরাপত্তা পাবেন তেমনি পাবেন স্বল্পমূল্যে ভ্রমণের সুযোগ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহাদুর উশৈসিং এমপি, জেলা প্রশাসক দাউদুল ইসলাম, পুলিশ সুপার জেরিন আখতার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, বান্দরবান পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি আবদুল কুদ্দুছ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসান।

হোটেল হিলভিউয়ের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত এ বাস এখন থেকে প্রতিদিন সকালে পর্যটকদের নিয়ে বান্দরবানের অন্যতম পর্যটন কেন্দ্র নীলগীরির উদ্দেশ্যে ছাড়বে এবং যাত্রাপথে শৈল প্রপাত, চিম্বুক পাহাড়সহ বিভিন্ন বিনোদন কেন্দ্র ভ্রমণ শেষে আবার বিকেলে বান্দরবান ফেরত আসবে।

সৈকত দাশ/এএম/এমকেএইচ