দেশজুড়ে

সোনাগাজীতে গোলাগুলিতে দুই ডাকাত নিহত

ফেনীর সোনাগাজীতে ডাকাত দলের গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত দুইজনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে ২টি বন্দুক, ১ রাউন্ড তাজা গুলি ও ৮ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।

সোনাগাজী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাঈনুদ্দিন আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে পড়ে থাকতে দেখে। তাদেরকে উদ্ধার করে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এমএএস/এমএস