প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মাে. তােফাজ্জেল হােসেন মিয়াকে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আগামী দুই বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব শেখ সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গ্রামীণ ব্যাংক আইন ২০১৩ এর ৯ (১) ধারা অনুসারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মাে. তােফাজ্জেল হােসেন মিয়াকে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে তার যােগদানের তারিখ হতে দুই বছরের জন্য নিয়ােগ দেয়া হলাে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এমইউএইচ/এমএফ/এমকেএইচ