দেশজুড়ে

স্মৃতিপটে বঙ্গবন্ধু ও চেতনায় ৭১ ফটো গ্যালারি উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিপটে বঙ্গবন্ধু ও চেতনায় ৭১ ফটো গ্যালারি উদ্বোধন করা হয়েছে।

সোমবার (০২ মার্চ) দুপুরে সোনাইমুড়ী উপজেলা পরিষদের দোতলায় এ ফটো গ্যালারি উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) তন্ময় দাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন। পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টিনা পালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন।

এতে আরও বক্তব্য রাখেন তরণী কুমার দাস, এবিএম ফারুক, অংগ্যজাই মারমা, একেএম শফিকুর রহমান, মমিনুল ইসলাম বাকের, আ ফ ম বাবুল বাবু ও নিজাম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে ডিসি তন্ময় দাস বলেন, সোনাইমুড়ী উপজেলায় বঙ্গবন্ধু ও চেতনায় ৭১ ফটো গ্যালারি তৈরি করার মাধ্যমে পুরো নোয়াখালীতে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন হয়েছে। একই সঙ্গে এ ফটো গ্যালারির মাধ্যমে বর্তমান ও আগামী প্রজন্ম বঙ্গবন্ধু ও তার কর্ম, ইতিহাস সম্পর্কে জানতে পারবে। সত্যিকারের দেশপ্রেমিক হতে পারবে তারা।

স্মৃতিপটে বঙ্গবন্ধু ও চেতনায় ৭১ ফটো গ্যালারির মূল উদ্যোক্তা ইউএনও টিনা পাল বলেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমার চেতনায় সবসময় মুক্তিযুদ্ধকে ধারণ ও লালন করি। জাতির জনক বঙ্গবন্ধুকে ছাড়া মুক্তিযুদ্ধের কথা চিন্তা করা যায় না। তাই মুজিব জন্মশতবর্ষকে স্মরণীয় করতে এ ফটো গ্যালারি তৈরি করা হয়েছে।

এদিকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের দুর্লভ ছবি নিয়ে ফটো গ্যালারি উদ্বোধনের আগেই তা দেখতে জড়ো হন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী।

মিজানুর রহমান/এএম/এমকেএইচ