কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহন আলী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। সোমবার (২ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ভেড়ামারা উপজেলার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।
নিহত মোহন আলী পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের তৌহিদুল ইসলাম হাদুর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল জানান, গত রাতে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হন। এ সময় তার নাম-পরিচয় জানা না গেলেও ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পরে খোঁজ নিয়ে জানা যায় নিহত ব্যক্তি দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের তৌহিদুল ইসলাম হাদুর ছেলে মোহন আলী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে।
আল মামুন সাগর/আরএআর/জেআইএম