ফেনীতে বেসরকারি একটি হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এ ঘটনায় শনিবার রাতেই ৩ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। স্বজনদের অভিযোগ, শনিবার দুপুরে ফেনী শহরের চিশতিয়া মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় প্রসূতি ফারহানা আক্তারকে। বিকেলে তাকে দ্রুত সিজার করার কথা বলে অপারেশন থিয়েটারে নেয়া হয়। সিজারের পর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। এ সময় প্রসূতির অবস্থা আশঙ্কাজনক জানিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথেই মারা যান তিনি। চিকিৎসকের পরিবর্তে নার্স দিয়ে অপারেশন করানোয় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের।
নিহত ফারহানা আক্তার ফেনীর দাগণভূইয়া উপজেলার রাজাপুর এলাকার জুলহাসের স্ত্রী। সিজারের পর তার একটি ছেলে সন্তান জন্ম নেয়। নবজাতকটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় চিকিৎসক নাসরিন আক্তার শিমু ও হাসপাতালের মালিকসহ ৩ জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা করেছে নিহতের পরিবার।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে।
রাশেদুল হাসান/এফএ/পিআর