কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, জাতি গঠনে মায়েদের ভূমিকা অসাধারণ। এদেশের অনেক মা-বোন মহান স্বাধীনতা সংগ্রামের সময় মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে বন্দুক চালিয়ে সরাসরি অংশগ্রহণ করেছেন। যুদ্ধে অংশ নেয়ার পাশাপাশি মা-বোনরা মুক্তিযোদ্ধাদের খাবার ও আশ্রয় এবং শত্রুপক্ষের খবর এনে দিয়ে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন।
রোববার (৮ মার্চ) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদের হলরুমে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ আয়োজিত হতদরিদ্র, দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, বর্তমানেও দেশের নারীরা দেশ গড়ার বিভিন্ন ক্ষেত্রে নানা কাজে অংশগ্রহণ করছেন। সামাজিক, রাজনৈতিক, খেলাধুলাসহ নানা কাজে তাদের প্রতিভার সাক্ষর রেখে চলছেন। নারীদের অর্জনে অসাধারণ সাফল্য এসেছে।
পরে মন্ত্রী হতদরিদ্র, দুস্থ ও অসহায়দের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন এবং মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন।
ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ হীরা।
আরিফ উর রহমান টগর/আরএআর/এমকেএইচ