দেশজুড়ে

সাতক্ষীরায় ১১৫৫ টি অবৈধ মোটরযান আটক

সাতক্ষীরা জেলাব্যাপি অবৈধ মোটরসাইকেল ও যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ। গত ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর শনিবার দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে ১১৫৫টি অবৈধ মোটরসাইকেল আটক করেছে পুলিশ।এছাড়া বৈধ কাগজপত্রবিহীন ও অনিরাপদ অবস্থায় মোটরসাইকেল চালানোর কারণে ২২৭৯টি মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা করা হয়েছে।জেলা পুলিশের তথ্য কর্মকর্তা কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, অবৈধ মোটরসাইকেল ও যানবাহনের বিরুদ্ধে জেলাব্যাপি পুলিশ প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। যে সকল মোটরযান মালিকরা এখনো বৈধ কাগজপত্র করেননি তাদের কাগজপত্র করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে মাইকিং করে অনুরোধ জানানো হয়েছে।এসএস